৫ টি প্রজেক্ট আইডিয়া: বিগিনার পিএইচপি ডেভলাপারদের জন্য

 পিএইচপি একটি স্ক্রিপটিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। উইকিপিডিয়ার মতে যে,  প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্ট কে সমর্থন করে তাকে স্ক্রিপটিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই পিএইচপি। ব্যবহারের দিক দিয়েও এই ভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টি বহুল ভাবে ব্যবহৃত হচ্ছে। বিশ্বের প্রায় ৭৭.৫ % ওয়েবসাইট পিএইচপি দ্বারা পরিচালিত হচ্ছে। ফেসবুকের মতো প্রতিষ্ঠান এখনো পিএইচপিকে তাদের প্রধান ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করছে। 


{getToc} $title={Table of Contents}

বাংলাদেশের প্রেক্ষাপটে দেখলেও আমরা দেখতে পাচ্ছি পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন্দ্রিক চাকরির বাজার খুবই বিশাল। পিএইচপি দ্বারা তৈরি লারাভেল ফ্রেমওয়ার্ক বর্তমানে অধিক জনপ্রিয়তার দিক দিয়ে অনেক বেশি এগিয়ে আছে। এরপরই অবস্থান করছে কোডইগন্টের, কেইক পিএইচপি সহ আরো অনেক পিএইচপি ফ্রেমওয়ার্ক।

পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখার জন্য ওয়েবসাইট ব্লগ রয়েছে। তবে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত হয় সাইটগুলোর W3School. এই ওয়েব সাইটটিতে প্রত্যেকটি টপিকস খুব সুন্দর ভাবে লিখিত আকারে দেওয়া এবং ধাপে ধাপে সাজানো আছে। একজন বিগিনার খুব সহজে পিএইচপি শেখার শুরু করার জন্য এই ওয়েব সাইটটি ব্যবহার করতে পারে। তবে সবগুলো টপিক শিখলে যে পিএইচপি শেখার শেষ বিষয়টি তা নয়। মনে রাখতে হবে পিএইচপি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কে নিজের মধ্যে ধারণ করতে হলে ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্যবহার করে বিভিন্ন পর্যায়ের প্রজেক্ট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। এই লেখাতে আমি বেশ কয়েকটি বিগিনার লেভেলের প্রজেক্ট এর আইডিয়া দিব, এ প্রজেক্টগুলো করতে গিয়ে একজন বিগিনার লেভেলের ডেভলপার পিএইচপির সম্পর্কে আরো নতুন কিছু জানতে ও শিখতে পারবে

কিছু প্রজেক্ট আইডিয়া হলো:

১। টু ডু লিস্ট || To Do List

টু-ডু লিস্ট প্রোজেক্টের জন্য একটি ফরম থাকবে ফর্মের মধ্যে কোন ডাটা সাবমিট করলে তা সরাসরি ডাটাবেজের জমা হবে এবং সেই ডাটা আবার ফর্মের উপরে লিস্ট আকারে দেখাবে। প্রতিবার সাবমিট করলে তা আগে ডাটাবেসে জমা হবে ও পরে ফর্মের উপরে থাকা লিস্ট আকারে দেখাবে। চাইলে লিস্টের ডাটা ডিলিট করতে পারবে। 

মডিউল: এই প্রজেক্টে একটি মাত্র মডিউল থাকবে, যা হল ফ্রন্ডএন্ড। এই প্রজেক্টের জন্য ব্যাকএন্ড বা এডমিন ড্যাশবোর্ড এর প্রয়োজন নেই

২। পিএইচপি রেজিস্টেশন লগইন লগআউট সিস্টেম || PHP Registration Login Logout System

পিএইচপি রেজিস্টেশন লগইন লগআউট সিস্টেম তৈরি করার জন্য প্রথমে রেজিস্ট্রেশন বা সাইন আপের জন্য একটি ফর্ম থাকবে সেখানে ইউজার রেজিস্ট্রেশন করতে পারবেন এবং তাদের তথ্য ডাটাবেজে জমা হবে পাসওয়ার্ডটি এনক্রিপটেড বা হ্যাস আকারে জমা হবে। এরপর লগইনের জন্য ফরম তৈরি করতে হবে, রেজিস্ট্রেশন এর সময় দেওয়া ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে বা ইমেইল পাসওয়ার্ড ব্যবহার করে একজন ব্যক্তি লগইন ফরম এর মাধ্যমে লগিন করতে পারবে। লগইন করার পর নতুন একটি পেইজে নিয়ে যাবে।

মডিউল: এই প্রজেক্টে ফ্রন্টএন্ড ও ব্যাকএন্ড দুই ধরনের মডিউল থাকবে

৩। ইভেন্ট রেজিস্টেশন স্টিস্টেম || Event Registration System

একটি স্কুল বা কলেজের রি-ইউনিয়ন অনুষ্ঠিত হবে ইউনিয়নে রেজিস্ট্রেশনের জন্য যে যে তথ্য প্রয়োজন, সেই তথ্যগুলো একটি ফর্মের মাধ্যমে সংগ্রহ করা হবে। এবং সেই তথ্যগুলো শুধুমাত্র অ্যাডমিন দেখতে পারবে।

মডিউল: এই প্রজেক্টে ফ্রন্টএন্ড ও ব্যাকএন্ড দুই ধরনের মডিউল থাকবে। ব্যাক এন্ড এর তথ্য দেখার জন্য এডমিনকে লগিন করতে হবে

৪। এডমিশন রেজিস্টেশন সিস্টেম || Admission Registration System

এডমিশন রেজিস্টেশন সিস্টেম এ একটি স্কুলের এডমিশন এর জন্য রেজিস্ট্রেশন করার সময় যে ধরনের ফর্ম দেওয়া হয় হুবহু সেই ধরনের ফর্ম দেওয়া হবে। ফর্মে ছবি আপলোডের সিস্টেমও থাকতে হবে। ফরমটি পূরণ করে সাবমিট করলে এডমিশন টেস্ট দেওয়ার জন্য একটি এডমিট কার্ড প্রিন্ট হওয়ার জন্য তৈরী হবে

মডিউল: এই প্রজেক্টে ফ্রন্টএন্ড ও ব্যাকএন্ড দুই ধরনের মডিউল থাকবে। ব্যাকএন্ড এর তথ্য দেখার জন্য এডমিনকে লগিন করতে হবে

৫। ডাক্তার এপয়েন্টমেন্ট সিস্টেম || Doctor Appointment System

ডাক্তার এপয়েন্টমেন্ট সিস্টেম এ একটি ফর্ম থাকে যেখানে রোগীর নাম, ঠিকানা ও ডাক্তারকে কখন দেখাতে চান সেটা সাবমিট করেলে ডাটা গুলো ডাটাব্যাসে সেইভ হয়ে থাকবে। পরবর্তীতে ডাক্তার  ডাটা গুলো দেখতে পারবে। 

মডিউল: এই প্রজেক্টে ফ্রন্টএন্ড ও ব্যাকএন্ড দুই ধরনের মডিউল থাকবে। ব্যাকএন্ড এর তথ্য দেখার জন্য এডমিন বা ডাক্তারকে লগিন করতে হবে

Post a Comment

Previous Post Next Post

Contact Form